বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

অ্যাপ্‌স পরিচিতিঃ Bangla Hadith (বাংলা হাদিস)

আস্‌সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তথ্য-প্রযুক্তির এই যুগে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আর এ ধরনের মোবাইল ফোন ব্যবহারের দিক দিয়ে তরুণরাই সবচেয়ে এগিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য অধিকাংশ তরুণই তাদের অবসর সময়ের একটি বিরাট অংশ ব্যয় করে বিভিন্ন ধরনের গেইমস্‌ খেলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরার মাধ্যমে। এই অপচয়কৃত সময়ের সামান্য অংশ যদি তারা দ্বীন শিক্ষার কাজে ব্যয় করতো তবে জাতি হিসেবে আজ আমাদের এতো অধপতন ঘটতো না। তাছাড়া অনেক ভাইয়ের ইসলামিক জ্ঞান অর্জনের ইচ্ছা থাকলেও উপযুক্ত মাধ্যম ও উপকরণের অভবে তারা খুব বেশি এগুতে পারে না। তাই আমার আজকের পোস্ট সেই সব ভাই ও বোনদের জন্য যারা তাদের মোবাইল ফোনকে দ্বীনি জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে আগ্রহী। ইনশা আল্লাহ এই পোস্টের মাধ্যমে আমি Bangla Hadith (বাংলা হাদিস) নামে একটি হাদিস অধ্যয়নের মোবাইল অ্যাপ্‌স সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার চেষ্টা করবো যা ব্যবহার করে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে অফলাইনেই হাদিস পড়তে পারবেন।

নামঃ Bangla Hadith (বাংলা হাদিস)


সংক্ষিপ্ত পরিচিতিঃ মোবাইলে হাদিস পড়ার জন্য Bangla Hadith (বাংলা হাদিস) একটি অসাধারণ অ্যাপ্‌স। বাংলা ভাষাভাষী মুসলামনদের জন্য এই অ্যাপ্‌সটি ডেভেলপ করেছে বাংলা হাদিস টীম। সম্পূর্ণ অফলাইনে (ইন্টারনেটের সংযোগ ছাড়াই) হাদিস অধ্যয়নের এই অ্যাপ্‌সটিতে রয়েছে সহীহ বুখারী, সহীহ মুসলিম, রিয়াযুস স্বালেহিন, সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজাহসহ আরো কয়েকটি হাদিস গ্রন্থ। এর মাধ্যমে হাদিস পড়া যাবে বাংলা, আরবী ও ইংরেজি ভাষায়। তবে অনেকগুলো হাদিসের বাংলা তর্জমা থাকলেও আরবী ও ইংরেজি ভাষা এখনো যোগ করা হয়নি। এই অ্যাপ্‌সটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর একটি হলো সহজেই হাদিস সার্চ করার সুযোগ। এতে হাদিস সার্চ করা যায় বাংলা, আরবী ও ইংরেজি শব্দ দিয়ে, গ্রন্থানুসারে, হাদিস নম্বর ও রেঞ্জ অনুসারে। এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিটি হাদিসের সাথেই উল্লেখ করা আছে হাদিসের মান (সহীহ/হাসান/যঈফ/জাল ইত্যাদি)। তাছাড়া হাদিস পাঠের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্যও রয়েছে বিভিন্ন সুযোগ। বর্তমানে অ্যাপ্‌সটি অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য পাওয়া যাচ্ছে।



ডাউনলোড লিংক

অ্যান্ড্রয়েডআইফোন
Google PlayiTunes

0 on: "অ্যাপ্‌স পরিচিতিঃ Bangla Hadith (বাংলা হাদিস)"