আস্সালামু আলাইকুম :) আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। পরীক্ষাসহ বিভিন্ন ব্যস্ততার কারণে প্রায় দীর্ঘ একমাস পর লিখতে বসলাম। এই একমাসে আমার ইসলামিক পড়াশুনার মধ্যে উল্লেখযোগ্য ছিলো গত রামাদানে (১৪৩৫ হিজরীতে) মুফতি ইসমাইল মেংকের দেয়া লেকচার সিরিজ Getting To Know The Companions RA। ইনশা আল্লাহ আজকের লেখাটিতে তুলে ধরার চেষ্টা করবো লেকচারটির বিভিন্ন দিক ও আমার অভিজ্ঞতা।
জানা অজানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জানা অজানা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মঙ্গলবার, ৫ মে, ২০১৫
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫
অ্যাপ্স পরিচিতিঃ Bangla Hadith (বাংলা হাদিস)
বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০১৫
-
কোন মন্তব্য নেই
আস্সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তথ্য-প্রযুক্তির এই যুগে স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। আর এ ধরনের মোবাইল ফোন ব্যবহারের দিক দিয়ে তরুণরাই সবচেয়ে এগিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য অধিকাংশ তরুণই তাদের অবসর সময়ের একটি বিরাট অংশ ব্যয় করে বিভিন্ন ধরনের গেইমস্ খেলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরার মাধ্যমে। এই অপচয়কৃত সময়ের সামান্য অংশ যদি তারা দ্বীন শিক্ষার কাজে ব্যয় করতো তবে জাতি হিসেবে আজ আমাদের এতো অধপতন ঘটতো না। তাছাড়া অনেক ভাইয়ের ইসলামিক জ্ঞান অর্জনের ইচ্ছা থাকলেও উপযুক্ত মাধ্যম ও উপকরণের অভবে তারা খুব বেশি এগুতে পারে না। তাই আমার আজকের পোস্ট সেই সব ভাই ও বোনদের জন্য যারা তাদের মোবাইল ফোনকে দ্বীনি জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে আগ্রহী। ইনশা আল্লাহ এই পোস্টের মাধ্যমে আমি Bangla Hadith (বাংলা হাদিস) নামে একটি হাদিস অধ্যয়নের মোবাইল অ্যাপ্স সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার চেষ্টা করবো যা ব্যবহার করে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে অফলাইনেই হাদিস পড়তে পারবেন।
নামঃ Bangla Hadith (বাংলা হাদিস)
সংক্ষিপ্ত পরিচিতিঃ মোবাইলে হাদিস পড়ার জন্য Bangla Hadith (বাংলা হাদিস) একটি অসাধারণ অ্যাপ্স। বাংলা ভাষাভাষী মুসলামনদের জন্য এই অ্যাপ্সটি ডেভেলপ করেছে বাংলা হাদিস টীম। সম্পূর্ণ অফলাইনে (ইন্টারনেটের সংযোগ ছাড়াই) হাদিস অধ্যয়নের এই অ্যাপ্সটিতে রয়েছে সহীহ বুখারী, সহীহ মুসলিম, রিয়াযুস স্বালেহিন, সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজাহসহ আরো কয়েকটি হাদিস গ্রন্থ। এর মাধ্যমে হাদিস পড়া যাবে বাংলা, আরবী ও ইংরেজি ভাষায়। তবে অনেকগুলো হাদিসের বাংলা তর্জমা থাকলেও আরবী ও ইংরেজি ভাষা এখনো যোগ করা হয়নি। এই অ্যাপ্সটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর একটি হলো সহজেই হাদিস সার্চ করার সুযোগ। এতে হাদিস সার্চ করা যায় বাংলা, আরবী ও ইংরেজি শব্দ দিয়ে, গ্রন্থানুসারে, হাদিস নম্বর ও রেঞ্জ অনুসারে। এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিটি হাদিসের সাথেই উল্লেখ করা আছে হাদিসের মান (সহীহ/হাসান/যঈফ/জাল ইত্যাদি)। তাছাড়া হাদিস পাঠের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্যও রয়েছে বিভিন্ন সুযোগ। বর্তমানে অ্যাপ্সটি অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য পাওয়া যাচ্ছে।
সংক্ষিপ্ত পরিচিতিঃ মোবাইলে হাদিস পড়ার জন্য Bangla Hadith (বাংলা হাদিস) একটি অসাধারণ অ্যাপ্স। বাংলা ভাষাভাষী মুসলামনদের জন্য এই অ্যাপ্সটি ডেভেলপ করেছে বাংলা হাদিস টীম। সম্পূর্ণ অফলাইনে (ইন্টারনেটের সংযোগ ছাড়াই) হাদিস অধ্যয়নের এই অ্যাপ্সটিতে রয়েছে সহীহ বুখারী, সহীহ মুসলিম, রিয়াযুস স্বালেহিন, সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে ইবনে মাজাহসহ আরো কয়েকটি হাদিস গ্রন্থ। এর মাধ্যমে হাদিস পড়া যাবে বাংলা, আরবী ও ইংরেজি ভাষায়। তবে অনেকগুলো হাদিসের বাংলা তর্জমা থাকলেও আরবী ও ইংরেজি ভাষা এখনো যোগ করা হয়নি। এই অ্যাপ্সটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর একটি হলো সহজেই হাদিস সার্চ করার সুযোগ। এতে হাদিস সার্চ করা যায় বাংলা, আরবী ও ইংরেজি শব্দ দিয়ে, গ্রন্থানুসারে, হাদিস নম্বর ও রেঞ্জ অনুসারে। এর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিটি হাদিসের সাথেই উল্লেখ করা আছে হাদিসের মান (সহীহ/হাসান/যঈফ/জাল ইত্যাদি)। তাছাড়া হাদিস পাঠের পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার জন্যও রয়েছে বিভিন্ন সুযোগ। বর্তমানে অ্যাপ্সটি অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য পাওয়া যাচ্ছে।
সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪
ইসলামিক লেকচার পরিচিতিঃ Stories Of The Prophets (Qasas Ul Ambiya)
সোমবার, অক্টোবর ২৭, ২০১৪
-
কোন মন্তব্য নেই
আমাদের সেকুলার শিক্ষা ব্যবস্থায় একজন মুসলিমকে প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা পর্যন্ত অসংখ্য কবি-সাহিত্যিকদের জীবনী (সংক্ষিপ্ত কিংবা পূর্ণ) পড়তে হয়। বাংলা বিষয়ে হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাম)-এর দুই একটি সংক্ষিপ্ত জীবনী থাকলেও (আমরা যখন পড়েছি তখন ছিলো, এখন লালনের গানও পড়ানো হয়) অন্য কোন নবীর ব্যাপারে তেমন উল্লেখই নেই। তাছাড়া ইসলাম শিক্ষা নামে একটি পূর্ণাঙ্গ বিষয় থাকলেও তাতে পূর্ববর্তী দুই একজন নবীর (আলাইহিস সালাম) শুধুমাত্র কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে। ফলে বর্তমানে আমাদের অনেকেই কুর'আনে উল্লিখিত পূর্ববর্তী নবীদের সম্পর্কে জানি না। অনেকে তো এটাই জানি না যে কুর'আনে কতোজন নবীর নাম উল্লেখ করা আছে (২৫ জন)। তাছাড়া বাংলা ইসলামি বইয়ের জগতেও পূর্ববর্তী নবীদের (আলাইহিস সালাম) জীবনী নিয়ে বইও খুব কম (আমার জানা এমনি একটি বই হচ্ছে 'নবীদের কাহিনী')। তাই আমরা যারা জানি না কিন্তু জানতে চাই তাদের জন্যই আমার আজকের এই লেখা। লেখাটিতে আমি চেষ্টা করবো মুফতি ইসমাইল মেংকের Stories Of The Prophets (Qasas Ul Ambiya) লেকচার সিরিজটির একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে।
সিরিজ টাইটেলঃ Stories Of The Prophets (Qasas Ul Ambiya)
সিরিজ টাইটেলঃ Stories Of The Prophets (Qasas Ul Ambiya)
বক্তাঃ মুফতি ইসমাইল মেংক
মোট ভিডিওঃ ৩০ টি (ইউটিউব)
এই লেকচারটি মুফতি ইসমাইল মেংক ১৪৩২ হিজরির (২০১১ খ্রিস্টাব্দ) রামাদান মাসজুড়ে কেপটাউনের যীনাতুল ইসলাম মসজিদে তারাওয়ীর সালাতের পর প্রদান করেন। এটি মূলত আদম (আলাইহিস সালাম) থেকে শুরু করে ঈসা (আলাইহিস সালাম) পর্যন্ত কুর'আনে উল্লিখিত নবীদের জীবনী নিয়ে সাজানো। এই লেকচারটিতে বক্তা মুফতি ইসমাইল মেংক অত্যন্ত সুন্দর ও বিস্তারিতভাবে মানব (আদম আলাইহিস সালামের) সৃষ্টি থেকে শুরু থেকে ঈসা (আলাইহিস সালাম) পর্যন্ত কুর'আনে উল্লিখিত ২৫ জন নবীর জীবনী আলোচনা করেছেন। এই সিরিজটির একটি অনন্য দিক হলও মুফতি মেংক নবীদের জীবনী আলোচনার পাশাপাশি তা থেকে আমরা কী শিক্ষা অর্জন করতে পারি এবং কীভাবে আমাদের বাস্তব জীবনে অর্জিত শিক্ষার প্রতিফলন ঘটাতে পারি তারও বিশদ আলোচনা করেছেন। এক কথায় একজন জ্ঞানের ছাত্রের জন্য পূর্ববর্তী নবীদের সম্পর্কে মৌলিক ধারণা অর্জনের ক্ষেত্রে এটি একটি অসাধারণ উৎস। আশা করি সিরিজটি দেখে আপনারা সামান্য হলেও উপকৃত হবেন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)