বিসমিল্লাহির রাহ্মানির রাহিম
আস্সালামু আলাইকুম,
আজ থাকছে “আল-কুর’আন থেকে ৪০ টি ‘রাব্বানা’ দু’আ” এর শেষ পর্ব। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব পড়ুন যথাক্রমে এখানে, এখানে ও এখানে।ইনশা আল্লাহ আমরা সবাই দু’আগুলো মুখস্থ ও পাঠ করার মাধ্যমে সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করব। উল্লেখ্য, শুধুমাত্র বোঝার জন্য বাংলায় আরবী উচ্চারণ দেয়া হয়েছে। সবাই চেষ্টা করবেন আরবী অংশ দেখে প্রকৃত আরবী উচ্চারণে পড়ার, বাংলায় দেয়া উচ্চারণ যতটা সম্ভব এড়িয়ে যাবেন।
[৩১]
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا [٢٥:٦٥][٢٥:٦٦]
অর্থঃ হে আমার পালনকর্তা, আমাদের কাছথেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও। নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ; বসবাস ও অবস্থানস্থল হিসেবে তা কত নিকৃষ্ট জায়গা।
[সূরা আল-ফুরক্বানঃ ৬৫-৬৬]
[৩২]
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا [٢٥:٧٤]
উচ্চারণঃ রাব্বানা হাব্লানা মিন্ আয্ওয়াজিনা ওয়া যুর্যিয়্যাতিনা ক্বুর্রাতা ‘আইউনি ওয়ায্’আল্না লিল্ মুত্তাক্বীনা ইমামা।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
[সূরা আল-ফুরক্বানঃ ৭৪]
[৩৩]
رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ [٣٥:٣٤]
উচ্চারণঃ রাব্বানা লা ঘাফূরুন শাকুর।
অর্থঃ আমাদের পালনকর্তা ক্ষমাশীল, গুণগ্রাহী।
[সূরা ফাতিরঃ ৩৪]
[৩৪]
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ [٤٠:٧]
উচ্চারণঃ রাব্বানা ওয়াসি’তা কুল্লা শাঁইয়্যির্-রাহ্মাতান ওয়া ‘ইলমান ফাঘ্ফির্ লিল্লাযিনা তাবূ ওয়াত্তাবা’উ সাবীলাকা ওয়াক্বিহিম ‘আযাবাল-জাহীম।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত। অতএব, যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন।
[সূরা ঘাফিরঃ ০৭]
[৩৫]
رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّتِي وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ وَقِهِمُ السَّيِّئَاتِ ۚ وَمَن تَقِ السَّيِّئَاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ ۚ وَذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
[٤٠:٨][٤٠:٩]
উচ্চারণঃ রাব্বানা ওয়াদ্খিল্হুম জান্নাতি ‘আদ্নিল্লাতি ওয়া’আত্তাহুম ওয়া মান সালাহা মিন আবা’ইহিম ওয়া আয্ওয়াজিহিম ওয়া যুর্যিয়াতিহিম ইন্নাকা আন্তাল ‘আযিযুল-হাকীম, ওয়াক্বিহিমুস্ সায়্যি’আত্ ওয়া মান তাক্বিস্-সায়্যি’আতি ইয়াওমা’ইযিন ফাক্বাদ্ রাহিমাতাহু ওয়া যালিকা হুওয়াল ফাওযুল-‘আযীম।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ-দাদা, পতি-পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন। আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন, তার প্রতি অনুগ্রহই করবেন। এটাই মহাসাফল্য।
[সূরা ঘাফিরঃ ০৮-০৯]
[৩৬]
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا [٥٩:١٠]
উচ্চারণঃ রাব্বানাঘ্ফির্ লানা ওয়া লি’ইখ্ওয়ানি নাল্লাযিনা সাবাক্বূনা বিল ঈমানি ওয়ালা তাজ্’আল ফী ক্বুলূবিনা ঘিল্লাল্-লিল্লাযীনা আমানূ।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে আগ্রহী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না।
[সূরা আল-হাশরঃ ১০]
[৩৭]
رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ [٥٩:١٠]
উচ্চারণঃ রাব্বানা ইন্নাকা রা’উফুর্-রাহীম।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়।
[সূরা আল-হাশরঃ ১০]
[৩৮]
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ [٦٠:٤]
উচ্চারণঃ রাব্বানা ‘আলাইকা তাওয়াক্কাল্না ওয়া ইলাইকা আনাব্না ওয়া ইলাইকাল্ মাসীর।
অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই দিকে মুখ করেছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন।
[সূরা আল-মুমতাহানাহঃ ০৪]
[৩৯]
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ [٦٠:٥]
উচ্চারণঃ রাব্বানা লা তাজ্’আল্না ফিত্নাতাল্-লিল্লাজীনা কাফারূ ওয়াঘ্ফির লানা রাব্বানা ইন্নাকা আন্তাল ‘আযীযুল-হাকীম।
অর্থঃ হে আমাদের পালনকর্তা! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা! আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
[সূরা আল-মুমতাহানাহঃ ০৫]
[৪০]
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ [٦٦:٨]
উচ্চারণঃ রাব্বানা আত্মিম্ লানা নূরানা ওয়াঘ্ফির্ লানা ইন্নাকা ‘আলা কুল্লি শাইয়্যিন্ ক্বাদীর।
অর্থঃ হে আমাদের পালনকর্তা,আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্ব শক্তিমান।
[সূরা আত-তাহরিমঃ ০৮]
[সমাপ্ত]
0 on: "আল-কুর’আন থেকে ৪০ টি ‘রাব্বানা’ দু’আ (পর্বঃ ৪)"