বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

আল-কুর’আন থেকে ৪০ টি ‘রাব্বানা’ দু’আ (পর্বঃ ২)

আস্‌সালামু আলাইকুম,
আজ আপনাদের সামনে হাজির হলাম আল-কুরআন থেকে ৪০ টি রাব্বানা দু এর দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্ব পড়ুন এখানে।  ইনশা আল্লাহ আমরা সবাই দুআগুলো মুখস্থ ও পাঠ করার মাধ্যমে সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করব। উল্লেখ্য, শুধুমাত্র বোঝার জন্য বাংলায় আরবী উচ্চারণ দেয়া হয়েছে। সবাই চেষ্টা করবেন আরবী অংশ দেখে প্রকৃত আরবী উচ্চারণে পড়ার, বাংলায় দেয়া উচ্চারণ যতটা সম্ভব এড়িয়ে যাবেন।


[১১]

رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ [٣:٥٣]

আল-আরাফঃ ২৩


উচ্চারণঃ রাব্বানা আমান্না বিমা আন্‌যালতা ওয়াত্তাবাআনার-রাসূলা ফাক্‌তুব্‌না মাআশ-শাহিদীন


অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাযিল করেছ, আমরা রসূলের অনুগত হয়েছিঅতএব, আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও
[সূরা আল-ইমরানঃ ৫৩]

[১২]

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ [٣:١٤٧]

উচ্চারণঃ রাব্বানা-ঘফির লানা যুনূবানা ওয়া ইস্‌রাফানা ফী আমারিনা ওয়া সাব্বিত আক্বদামানা ওয়ান্‌সুরনা আলাল ক্বাওমিল কাফিরীন।

অর্থঃ হে আমাদের পালনকর্তা! মোচন করে দাও আমাদের পাপ এবং যা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে আমাদের কাজে আর আমাদিগকে দৃঢ় রাখ এবং কাফেরদের উপর আমাদিগকে সাহায্য কর
[সূরা আল-ইমরানঃ ১৪৭]

[১৩]

رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ [٣:١٩١]

উচ্চারণঃ রাব্বানা মা খালাক্বতা হাযা বাতিলা সুবহানাকা ফাক্বিনা আযাবান-নার।

অর্থঃ পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও
[সূরা আল-ইমরানঃ ১৯১]

[১৪]

رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ [٣:١٩٢]

উচ্চারণঃ রাব্বানা ইন্নাকা মান তুদ্‌খিলিন্‌ নারা ফাক্বাদ আখযায়তা ওয়া মা  লিয্‌-যালিমীনা মিন্‌ আন্‌সার।

অর্থঃ হে আমাদের পালনকর্তা! নিশ্চয় তুমি যাকে দোযখে নিক্ষেপ করলে তাকে সবসময়ে অপমানিত করলে; আর জালেমদের জন্যে তো সাহায্যকারী নেই
[সূরা আল-ইমরানঃ ১৯২]

[১৫]

رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا [٣:١٩٣]

উচ্চারণঃ রাব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান-ইয়ুনাদি লিল-ইমানি আন্‌ আমিনু বি রাব্বিকুম ফাআমান্না।

অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমরা নিশ্চিতরূপে শুনেছি একজন আহবানকারীকে ঈমানের প্রতি আহবান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আন; তাই আমরা ঈমান এনেছি
[সূরা আল-ইমরানঃ ১৯৩]

[১৬]

رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ [٣:١٩٣]

উচ্চারণঃ রাব্বানা ফাঘফির লানা যুনূবানা ওয়া কাফ্‌ফির আন্না সায়্যিআতিনা ওয়া তাওয়াফ্‌ফানা মাআল আবরার।

অর্থঃ হে আমাদের পালনকর্তা! অতঃপর আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষত্রুটি দুর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে
[সূরা আল-ইমরানঃ ১৯৩]

[১৭]

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ [٣:١٩٤]

উচ্চারণঃ রাব্বানা ওয়া আতিনা মা ওয়াআদ্‌তানা আলা রুসুলিকা ওয়া লা তুখযিনা ইয়াওমাল-ক্বিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ।

অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমাদেরকে দাও, যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না। নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না।
[সূরা আল-ইমরানঃ ১৯২]

[১৮]

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ [٥:٨٣]

উচ্চারণঃ রাব্বানা আমান্না ফাকতুব্‌না মাআশ্‌-শাহিদীন।

অর্থঃ হে আমাদের প্রতি পালক, আমরা মুসলমান হয়ে গেলাম। অতএব, আমাদেরকেও মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন।
[সূরা আল-মায়িদাঃ ৮৩]

[১৯]

رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاءِ تَكُونُ لَنَا عِيدًا لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ ۖ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ [٥:١١٤]

উচ্চারণঃ রাব্বানা আনযিল আলায়না মাইদাতাম্‌ মিনাস্‌-সামাই তাকুনু লানা ইদাল্‌ লি-আওয়্যালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম্‌-মিনকা ওয়ার্‌-যুক্বনা ওয়া আন্‌তা খাইরুর্‌-রাযিক্বীন।

অর্থঃ হে আল্লাহ আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্যভর্তি খাঞ্চা অবতরণ করুন। তা আমাদের জন্যে অর্থাৎ, আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্যে আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুযী দিন। আপনিই শ্রেষ্ট রুযীদাতা।
[সূরা আল-মায়িদাঃ ১১৪]

[২০]

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ [٧:٢٣]

উচ্চারণঃ রাব্বানা যালাম্‌না আনফুসানা ওয়া ইল্লাম্‌ তাঘফির্‌ লানা ওয়া তার্‌হাম্‌না লানা কুনান্‌-না মিনাল খাসিরীন।

অর্থঃ হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব।
[সূরা আল-আরাফঃ ২৩]


0 on: "আল-কুর’আন থেকে ৪০ টি ‘রাব্বানা’ দু’আ (পর্বঃ ২)"