শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

আপনার ব্লগার ব্লগে যোগ করুন সালাতের সময়সূচী



আস্‌সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ হাজির হয়েছি ব্লগার ভাইদের জন্য সালাতের সময়সূচী widget নিয়ে। ইন্টারনেটে যারা এ বিষয়ে খোঁজাখুঁজি করেছেন তারা হয়তো অনেকেই ইসলামিক ফাইন্ডার ওয়েবসাইটের widget টি দেখেছেন। Widget টি ভালো হলেও তার একটি সমস্যা হচ্ছে ডিজাইন খুব সরল, অনেক ব্লগার থিমের সাথে ভালো দেখায় না। এক্ষেত্রে আমি যে widget টি ব্যবহার করছি এবং আজ আপনাদের সাথে শেয়ার করবো তা কিছুটা স্টাইলিশ। আর এটি ইনস্টল ও কাস্টমাইজ করাও খুব সহজ। আমার ব্লগের সাইডবারে তাকালেই আপনি এর Demo দেখতে পাবেন। চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই কীভাবে এই widget টি আপনার ব্লগে যোগ করবেনঃ

১. প্রথমেই আপনার ব্লগার ব্লগের Dashboard থেকে Layout অপশানটি নির্বাচন করুন।




২. তারপর আপনার ব্লগের Layout পেইজের Sidebar এ Add a Gadget অপশানটিতে ক্লিক করুন।




৩. Pop-out Gadget বক্স থেকে HTML/JavaScript অপশানটি নির্বাচন করুন।




৪. এবার চিত্রের মতো আরেকটি Pop-out বক্স দেখতে পাবেন। এই বক্সের Content ঘরটিতে নিচের কোডটি Paste করুন।


 
<div style="width:100%;margin:0 auto;text-align:center;padding-top:25px;padding-bottom:20px;">

    <a href="http://www.al-habib.info/islamic-widget/prayer-times.htm">

    <img src="http://www.al-habib.info/islamic-widget/muslim-prayer.php?&amp;mpt_lat=23.7230352&amp;mpt_lng=90.40997400000003&amp;mpt_tz=Asia%2FDhaka&amp;mpt_sz=&amp;mpt_iz=&amp;mpt_loc=Dhaka%2C+Bangladesh&amp;mpt_w=300&amp;mpt_dp=d&amp;mpt_pre=1&amp;mpt_cn=2&amp;mpt_fq=Hanafi&amp;mpt_lang=English&amp;mpt_thm=green" style="border:0" alt="Salat times for Dhaka, Bangladesh. Muslim Prayer Times Widget by Alhabib." width="300" />

    </a>

    <div style="margin:0 auto;padding:3px;width:300px">

    <a style="text-decoration:none;font-size:0.7em" href=" http://musafirshahid.blogspot.com/2014/10/add-prayer-time-widget-to-your-blogger-blog.html ">আপনার ব্লগেও যোগ করুন !!!</a>

    </div>

    </div>


৫. যদি আপনার ব্লগের সাইডবার 300px হয়ে থাকে তবে Save করুন। আর যদি 300px এর কম/বেশি হয় তবে উপর্যুক্ত কোডের লাল রং চিহ্নিত অংশটিতে আপনার প্রয়োজনীয় মাপ বসিয়ে Save করুন।




৬. সবশেষে Save arrangement বাটনটিতে ক্লিক করুন। ইনশা আল্লাহ আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে।




Widget কার্টেসিঃ www.al-habib.info

0 on: "আপনার ব্লগার ব্লগে যোগ করুন সালাতের সময়সূচী"