সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

ইসলামিক লেকচার পরিচিতিঃ Stories Of The Prophets (Qasas Ul Ambiya)

আমাদের সেকুলার শিক্ষা ব্যবস্থায় একজন মুসলিমকে প্রথম শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা পর্যন্ত অসংখ্য কবি-সাহিত্যিকদের জীবনী (সংক্ষিপ্ত কিংবা পূর্ণ) পড়তে হয়। বাংলা বিষয়ে হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাম)-এর দুই একটি সংক্ষিপ্ত জীবনী থাকলেও (আমরা যখন পড়েছি তখন ছিলো, এখন লালনের গানও পড়ানো হয়) অন্য কোন নবীর ব্যাপারে তেমন উল্লেখই নেই। তাছাড়া ইসলাম শিক্ষা নামে একটি পূর্ণাঙ্গ বিষয় থাকলেও তাতে পূর্ববর্তী দুই একজন নবীর (আলাইহিস সালাম) শুধুমাত্র কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে। ফলে বর্তমানে আমাদের অনেকেই কুর'আনে উল্লিখিত পূর্ববর্তী নবীদের সম্পর্কে জানি না। অনেকে তো এটাই জানি না যে কুর'আনে কতোজন নবীর নাম উল্লেখ করা আছে (২৫ জন)। তাছাড়া বাংলা ইসলামি বইয়ের জগতেও পূর্ববর্তী নবীদের (আলাইহিস সালাম) জীবনী নিয়ে বইও খুব কম (আমার জানা এমনি একটি বই হচ্ছে 'নবীদের কাহিনী')। তাই আমরা যারা জানি না কিন্তু জানতে চাই তাদের জন্যই আমার আজকের এই লেখা। লেখাটিতে আমি চেষ্টা করবো মুফতি ইসমাইল মেংকের Stories Of The Prophets (Qasas Ul Ambiya) লেকচার সিরিজটির একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরতে।

Stories Of The Prophets (Qasas Ul Ambiya)
সিরিজ টাইটেলঃ Stories Of The Prophets (Qasas Ul Ambiya)

বক্তাঃ মুফতি ইসমাইল মেংক

মোট ভিডিওঃ ৩০ টি (ইউটিউব)

এই লেকচারটি মুফতি ইসমাইল মেংক ১৪৩২ হিজরির (২০১১ খ্রিস্টাব্দ) রামাদান মাসজুড়ে কেপটাউনের যীনাতুল ইসলাম মসজিদে তারাওয়ীর সালাতের পর প্রদান করেন। এটি মূলত আদম (আলাইহিস সালাম) থেকে শুরু করে ঈসা (আলাইহিস সালাম) পর্যন্ত কুর'আনে উল্লিখিত নবীদের জীবনী নিয়ে সাজানো। এই লেকচারটিতে বক্তা মুফতি ইসমাইল মেংক অত্যন্ত সুন্দর ও বিস্তারিতভাবে মানব (আদম আলাইহিস সালামের) সৃষ্টি থেকে শুরু থেকে ঈসা (আলাইহিস সালাম) পর্যন্ত কুর'আনে উল্লিখিত ২৫ জন নবীর জীবনী আলোচনা করেছেন। এই সিরিজটির একটি অনন্য দিক হলও মুফতি মেংক নবীদের জীবনী আলোচনার পাশাপাশি তা থেকে আমরা কী শিক্ষা অর্জন করতে পারি এবং কীভাবে আমাদের বাস্তব জীবনে অর্জিত শিক্ষার প্রতিফলন ঘটাতে পারি তারও বিশদ আলোচনা করেছেন। এক কথায় একজন জ্ঞানের ছাত্রের জন্য পূর্ববর্তী নবীদের সম্পর্কে মৌলিক ধারণা অর্জনের ক্ষেত্রে এটি একটি অসাধারণ উৎস। আশা করি সিরিজটি দেখে আপনারা সামান্য হলেও উপকৃত হবেন।

ইউটিউব




Smile Download (ftp)

 

Torrent5

 


জাযাক আল্লাহ খাইরান।

0 on: "ইসলামিক লেকচার পরিচিতিঃ Stories Of The Prophets (Qasas Ul Ambiya)"