বিসমিল্লাহির রাহ্মানির রাহিম
আস্সালামু আলাইকুম,
আজ থাকছে “আল-কুর’আন থেকে ৪০ টি ‘রাব্বানা’ দু’আ” এর তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্ব পড়ুন যথাক্রমে এখানে ও এখানে। ইনশা আল্লাহ আমরা সবাই দু’আগুলো মুখস্থ ও পাঠ করার মাধ্যমে সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করব। উল্লেখ্য, শুধুমাত্র বোঝার জন্য বাংলায় আরবী উচ্চারণ দেয়া হয়েছে। সবাই চেষ্টা করবেন আরবী অংশ দেখে প্রকৃত আরবী উচ্চারণে পড়ার, বাংলায় দেয়া উচ্চারণ যতটা সম্ভব এড়িয়ে যাবেন।
[২১]
رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ [٧:٤٧]
উচ্চারণঃ রাব্বানা লা তাজ্’আল্না মা’আল ক্বাওমিয্-যালিমীন।
অর্থঃ হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ জালেমদের সাথী করো না।
[সূরা আল-আ’রাফঃ ৪৭]
[২২]
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ [٧:٨٩]
উচ্চারণঃ রাব্বানা-ফ্তাহ্ বায়নানা ওয়াবায়না ক্বাওমিনা বিল্হাক্ক্বি ওয়া আন্তা খায়রুল ফাতিহীন।
অর্থঃ হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে ছিল যথার্থ ফয়সালা। আপনিই শ্রেষ্টতম ফসলা ফয়সালাকারী।
[২৩]
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ [٧:١٢٦]
উচ্চারণঃ রাব্বানা আফ্রিঘ্ ‘আলায়না সাব্রান ওয়াতাওয়াফ্ফানা মুসলিমীন।
অর্থঃ হে আমাদের পরওয়ারদেগার আমাদের জন্য ধৈর্য্যের দ্বার খুলে দাও এবং আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান কর।
[সূরা আল-আ’রাফঃ ১২৬]
[২৪]
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ [٨٦-١٠:٨٥
উচ্চারণঃ রাব্বানা লা তাজ্’আল্না ফিত্নাতাল্-লিল্ক্বাওমিয্-যালিমীনা ওয়া নাজ্-জিনা বিরাহ্মাতিকা মিনাল ক্বাওমিল্ কাফিরীন।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের উপর এ জালেম কওমের শক্তি পরীক্ষা করিও না। আর আমাদেরকে অনুগ্রহ করে ছাড়িয়ে দাও এই কাফেরদের কবল থেকে।
[সূরা ইউনুসঃ ৮৫-৮৬]
[২৫]
رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى اللَّهِ مِن شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ [١٤:٣٨]
উচ্চারণঃ রাব্বানা ইন্নাকা তা’আলামু মা নুখফী ওয়ামা নু’লিনু ওয়ামা ইয়াখ্ফা ‘আলাল্লাহি মিন শাইয়্যিন ফিল্ আর্দি ওয়ালা ফিস্-সামা’।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।
[সূরা ইব্রাহীমঃ ৩৮]
[২৬]
رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ [١٤:٤٠]
উচ্চারণঃ রাব্বানা ওয়া তাক্বাব্বাল দু’আ।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দু’আ।
[সূরা ইব্রাহীমঃ ৪০]
[২৭]
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ [١٤:٤١]
উচ্চারণঃ রাব্বানাঘ্ফির্লী ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়ালিল মু’মিনীনা ইয়াওমা ইয়াক্বুমুল্ হিসাব।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।
[সূরা ইব্রাহীমঃ ৪১]
[২৮]
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا [١٨:١٠]
উচ্চারণঃ রাব্বানা আতিনা মিল্লাদুন্কা রাহ্মাতাও-ওয়া হায়্যি লানা মিন আম্রিনা রাশাদা।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন।
[সূরা আল-কাহ্ফঃ ১০]
[২৯]
رَبَّنَا إِنَّنَا نَخَافُ أَن يَفْرُطَ عَلَيْنَا أَوْ أَن يَطْغَىٰ [٢٠:٤٥]
উচ্চারণঃ রাব্বানা ইন্নানা নাখাফু আঁইয়্যাফ্রুতা ‘আলায়না আও আঁইয়্যাত্ঘা।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে, সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে।
[সূরা ত্বা-হাঃ ৪৫]
[৩০]
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ [٢٣:١٠٩]
উচ্চারণঃ রাব্বানা আমান্না ফাঘ্ফির্ লানা ওয়ার্হামনা ওয়া আন্তা খাইরুর্-রাহিমীন।
অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
[সূরা আল-মু’মিনুনঃ ১০৯]
0 on: "আল-কুর’আন থেকে ৪০ টি ‘রাব্বানা’ দু’আ (পর্বঃ ৩)"