বিসমিল্লাহির রাহ্মানির রাহিম
আস্সালামু আলাইকুম,
আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। মহাগ্রন্থ আল-কুর’আন থেকে নেয়া ৪০ টি দু’আ নিয়েই আজকের এই পোস্ট। ইনশা আল্লাহ আমরা সবাই দু’আগুলো মুখস্থ ও পাঠ করার মাধ্যমে সবসময় আল্লাহর কাছে সাহায্য কামনা করব। উল্লেখ্য, শুধুমাত্র বোঝার জন্য বাংলায় আরবী উচ্চারণ দেয়া হয়েছে। সবাই চেষ্টা করবেন আরবী অংশ দেখে প্রকৃত আরবী উচ্চারণে পড়ার, বাংলায় দেয়া উচ্চারণ যতটা সম্ভব এড়িয়ে যাবেন।
[০১]
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ [٢:١٢٧]
উচ্চারণঃ রাব্বানা তাক্বাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামি’উল ‘আলিম।
অর্থঃ পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।
[সূরা আল-বাক্বারাঃ ১২৭]
[০২]
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ [٢:١٢٨]
উচ্চারণঃ রাব্বানা ওয়া-জ’আলনা মুসলিমায়নি লাকা ওয়া মিন যুর্যিয়াতিনা ‘উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া ‘আরিনা মানাসিকানা ওয়া তুব ‘আলায়না ‘ইন্নাকা আন্তাত-তাওয়্যাবুর-রাহিম।
অর্থঃ পরওয়ারদেগার! আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ কর এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর, আমাদের হজ্বের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি তওবা কবুলকারী। দয়ালু।
[সূরা আল-বাক্বারাঃ ১২৮]
[০৩]
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ [٢:٢٠١]
উচ্চারণঃ রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতান ওয়া ফিল ‘আখিরাতি হাসানাতান ওয়াক্বিনা ‘আযাবান-নার।
অর্থঃ হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
[সূরা আল-বাক্বারাঃ ২০১]
[০৪]
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ [٢:٢٥٠]
উচ্চারণঃ রাব্বানা আফরিঘ ‘আলায়না সাবরান ওয়া সাব্বিত আক্বদামানা ওয়ানসুরনা ‘আলাল-ক্বাওমিল-কাফিরিন।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখ-আর আমাদের সাহায্য কর সে কাফের জাতির বিরুদ্ধে।
[সূরা আল-বাক্বারাঃ ২৫০]
[০৫]
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا [٢:٢٨٦]
উচ্চারণঃ রাব্বানা তু’আখিযনা ইন-নাসিনা আও আখতা’না।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।
[সূরা আল-বাক্বারাঃ ২৮৬]
[০৬]
رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا [٢:٢٨٦]
উচ্চারণঃ রাব্বানা ওয়ালা তাহমিল ‘আলায়না ইসরান কামা হামালতাহু ‘আলাল-লাযিনা মিন ক্বাবলিনা।
অর্থঃ হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ।
[সূরা আল-বাক্বারাঃ ২৮৬]
[০৭]
رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ [٢:٢٨٦]
উচ্চারণঃ রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তক্বাতা লানা বিহি ওয়া’ফু আন্না ওয়াঘফির লানা ওয়াইরহামনা আন্তা মাওলানা ফানসুরনা ‘আলাল-ক্বাওমিল-কাফিরিন।
অর্থঃ হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।
[সূরা আল-বাক্বারাঃ ২৮৬]
[০৮]
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ [٣:٨]
উচ্চারণঃ রাব্বানা লা তুযিঘ ক্বুলুবানা বা’দা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমাহ ইন্নাকা আন্তাল ওহ্যাব।
অর্থঃ হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
[সূরা আল-ইমরানঃ ০৮]
[০৯]
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ [٣:٩]
উচ্চারণঃ রাব্বানা ইন্নাকা জামি’উন্নাসিলি-ইয়াওমিল লা রায়বা ফি ইন্নাল্লাহা লা ইয়াখলিফুল মি’আদ।
অর্থঃ হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেঃ এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাঁর ওয়াদার অন্যথা করেন না।
[সূরা আল-ইমরানঃ ০৯]
[১০]
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ [٣:١٦]
উচ্চারণঃ রাব্বানা ইন্নানা আমান্না ফাঘফির লানা যুনূবানা ওয়া কিন্না ‘আযাবান-নার।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
[সূরা আল-ইমরানঃ ১৬]
0 on: "আল-কুর’আন থেকে ৪০ টি ‘রাব্বানা’ দু’আ (পর্বঃ ১)"