স্বাধীনতা তুমি সীমান্তে কাঁটা তারে ঝুলন্ত ফেলানির লাশ,
স্বাধীনতা তুমি সংখ্যাগুরু হয়েও সংখ্যালঘুর মত বাস।
স্বাধীনতা তুমি আমার ভাইয়ের বুকে বিএসএফ এর গুলি,
স্বাধীনতা তুমি বাক স্বাধীনতার নামে, ধর্ম নিয়ে গালাগালি।
স্বাধীনতা তুমি রেলের কালো বেড়াল, মুখে বড় বড় কথা,
স্বাধীনতা তুমি হত্যা, গুম, খুনে স্বজন হারানোর ব্যথা।
স্বাধীনতা তুমি সাধারণের টাকায় নাম বদলানোর রাজনীতি,
স্বাধীনতা তুমি সর্বক্ষেত্রে স্বার্থান্বেষী দলীয় স্বজনপ্রীতি।
স্বাধীনতা তুমি সংখ্যাগুরু হয়েও সংখ্যালঘুর মত বাস।
স্বাধীনতা তুমি আমার ভাইয়ের বুকে বিএসএফ এর গুলি,
স্বাধীনতা তুমি বাক স্বাধীনতার নামে, ধর্ম নিয়ে গালাগালি।
স্বাধীনতা তুমি রেলের কালো বেড়াল, মুখে বড় বড় কথা,
স্বাধীনতা তুমি হত্যা, গুম, খুনে স্বজন হারানোর ব্যথা।
স্বাধীনতা তুমি সাধারণের টাকায় নাম বদলানোর রাজনীতি,
স্বাধীনতা তুমি সর্বক্ষেত্রে স্বার্থান্বেষী দলীয় স্বজনপ্রীতি।
স্বাধীনতা তুমি হলমার্ক-পদ্মাসেতুর হাজার কোটি টাকার দুর্নীতি,
স্বাধীনতা তুমি ক্ষমতার জোরে সাত খুন থেকেও নিষ্কৃতি।
স্বাধীনতা তুমি আমার মুসলিম ভাইয়ের দাঁড়ি রাখার ভয়,
স্বাধীনতা তুমি মুক্তিযুদ্ধ করেও, তাঁরা মুক্তিযোদ্ধা নয়।
স্বাধীনতা তুমি সত্য বলায় বঙ্গবীরকেও বলো রাজাকার,
স্বাধীনতা তুমি বিরিয়ানী বিপ্লবীকেও বানাও সরকারের সরকার।
স্বাধীনতা তুমি মুসলিম হয়েও মুখে ধর্ম নিরপেক্ষতার বুলি,
স্বাধীনতা তুমি সাধারণের মিছিলে পুলিশের অবাধ গুলি।
স্বাধীনতা তুমি হরতালের নামে গাড়ি, বাড়ি ভাঙ্গচুর,
স্বাধীনতা তুমি বিশ্বজিতের বুকে চাপাতি, রামদা, ক্ষুর।
স্বাধীনতা তুমি পক্ষপাতি হয়ে হলুদ সাংবাদিকতা,
স্বাধীনতা তুমি গণতন্ত্রের নামে জাহেলি বর্বরতা।
স্বাধীনতা তুমি অনেক কিছু বলতে চাই না আর,
সালাম তোমায়, এমন স্বাধীনতা আর নেই দরকার।
0 on: "স্বাধীনতা"