বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

আমি হতে চাই


আমি হতে চাই অসীম বক্ররেখা
যাযাবর হয়ে যখন যা খুশি দেখা।
আমি হতে চাই আকাশের বুকে ডানা মেলা এক পাখি
উড়ব আমি, দেখব সবই, রাখব না কিছু বাকি।

আমি হতে চাই অসীম শান্ত সিন্ধু
বুকে ধরে রেখে লক্ষ-কোটি নীর বিন্দু।
আরো হতে চাই সুউচ্চ হিমালয়
যেখানে হবে শুধু ভয়হীনদের জয়।

স্বপ্ন




আমি হতে চাই অরুণ রাঙা দিনেশ
করে দিতে চাই সকল অন্ধকারের শেষ।
হতে চাই আমি ধরিত্রীর মত উদার
দিয়ে দিতে চাই সবকিছু মোর, মন-প্রাণ করে উজাড়।

আমি হতে চাই অসীম সুনীল আকাশ
যাতে রবে সহস্র-কোটি ধরণীর নিবাস।
আমি হতে চাই আকাশের বুকে সুপ্রভ এক তারা
শুধু দেখবে আমায়, যাবে না কখনও ধরা।


[লেখার সময়ঃ ০৯.০২.২০১২-১১.০২.২০১২]

0 on: "আমি হতে চাই"