শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

বই পরিচিতিঃ ভেঙ্গে গেলো তলোয়ার



আস্‌সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বই পরিচিতির গত পর্বে আমি জানিয়েছিলাম খুন রাঙা পথ বইটি সম্পর্কে। আমাদের আজকের বই ভেঙ্গে গেলো তলোয়ার। এটি মূলত আগের বইটিরই দ্বিতীয় ও শেষ অংশ। এই বইটিতে তুলে ধরা হয়েছে মহীশুরের জনন্দিত শাসক টিপু সুলতানের বীরত্বপূর্ণ জীবনকাহিনী। চলুন জেনে নেই বইটি সম্পর্কে আরো কিছু তথ্য।
ভেঙ্গে গেলো তলোয়ার

বইয়ের নামঃ ভেঙ্গে গেলো তলোয়ার

লেখকঃ নসীম হিজাযী

অনুবাদকঃ সৈয়দ আবদুল মান্নান

সংক্ষিপ্ত বর্ণনাঃ মহীশুরের বীর শাসক টিপু সুলতানের যে তলোয়ার বৃটিশদের বুকে ত্রাসের সঞ্চার করতো, হায়দারাবাদের নিজাম ও দুর্দান্ত মারাঠা জাতির মিলিত শক্তি যে তলোয়ারে আঁচড় লাগাতে পারেনি, সেই তলোয়ার ভেঙ্গে গেলো মহীশুরের দেওয়ান ও টিপু সুলতানের কুটুম্ব মীর সাদিকের প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কাছে। গাদ্দার মীর সাদিক মহীশুরের পতনের আগেই কতল হলো। মৃত্যু দিয়ে বুঝতে পারলো যে বেঈমানী করে শুধু স্বদেশের ও স্বজাতির স্বাধীনতা নিয়ে সওদা করেনি, নিজ স্ত্রী-কন্যাদের ইযযতেরও সওদা করেছে। মহীশুরের পতনের পর হয়ত বা তার বিদেহী আত্মা দেখতে পেয়েছিল ইংরেজ কর্তৃক তার স্ত্রী-কন্যার লেবাস ছিনিয়ে নেয়ার এক পাশবিক দৃশ্য। মহীশুরের সিংহ-শার্দুল পরাজিত হলো এবং এর সাথে পতন ঘটলো ভারতের শেষ শক্তিশালী দুর্গটির।

প্রকাশকঃ  বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ

সর্বোচ্চ খুচরা মূল্যঃ ৫০ টাকা মাত্র

প্রাপ্তিস্থানঃ কাঁটাবন মসজিদ কমপ্লেক্স (কাঁটাবন মোড়), ঢাকা।

পাদটীকাঃ
১. এস, এম, রইস উদ্দিন, পরিচালক, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ

0 on: "বই পরিচিতিঃ ভেঙ্গে গেলো তলোয়ার"